ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

এনআরবিসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ১৪ জুন পর্যন্ত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৭, ১৭ মে ২০২৫ | আপডেট: ২০:০৮, ১৭ মে ২০২৫

এনআরবিসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন ১৪ জুন পর্যন্ত

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য এ পদে আবেদনের সুযোগ প্রায় এক মাস।

প্যানেল আইনজীবী পদে নিয়োগ দেবে ব্যাংকটি। তবে বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা নির্ধারিত করা হয়নি।

আবেদনকারীকে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এল এল.বি (সম্মান) ডিগ্রীধারী হতে হবে। এ ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা চেয়েছে ব্যাংকটি। তবে আবেদনকারীর বয়স নির্ধারিত নয়।

বাংলাদেশ বার কাউন্সিলের সক্রিয় সদস্য হিসেবে অন্তর্ভুক্তির তারিখ হতে অভিজ্ঞতা হিসাব করা হবে। অধিক যোগ্যতা/অভিজ্ঞতাসম্পন্ন ও এল এল.এম/বার-এট-ল বা পিএইচডি ডিগ্রীধারী এবং ইতঃপূর্বে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

হাইকোর্ট বিভাগে ও আপীল বিভাগে সনদপ্রাপ্ত আইনজীবীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বারের সনদ দাখিল করতে হবে।

ফৌজদারী অপরাধে ১ বছর বা ততোধিক সময়ের জন্য দণ্ডপ্রাপ্ত কোন আইনজীবী প্যানেলভুক্তির জন্য আবেদনের যোগ্য বিবেচিত হবেন না।

আবেদনপত্র প্রধান কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে আগামী ১৫.০৬.২০২৫ইং তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, বাংলাদেশ বার কাউন্সিল সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট জেলা বারের সদস্য হিসেবে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, টিন সার্টিফিকেট, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ পাঠাতে হবে।

বেতনভাতার বিষয়ে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

হেড অব লিগ্যাল ডিভিশন, এনআরবিসি ব্যাংক পিএলসি, ১১৪ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন