ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

২৬০ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২৩:০৩, ৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০৩, ৮ জানুয়ারি ২০২৬

২৬০ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ৮টি পদে ২৬০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ৩য় থেকে ১০ম গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনের শেষ তারিখ ০১ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ

সিনিয়র অফিসার (IT): এ পদে ৭৯  জনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-১৭, অগ্রণী ব্যাংক-৪১, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব‍্যাংক-০৭, বাংলাদেশ কৃষি ব্যাংক-১৪। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

অফিসার (IT): এই পদে নিয়োগ হবে ৭০ জন। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-১৭, অগ্রণী ব্যাংক পিএলসি-৪৪, প্রবাসী কল্যাণ ব্যাংক-০৯। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার): পদসংখ্যা ৩৩। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-০১, রূপালী ব্যাংক-২০, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৬, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-০২, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০১, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-০২, কর্মসংস্থান ব্যাংক-০১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জি:)/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জি: সহকারী রক্ষণাবেক্ষণ। এ পদে নিয়োগ হবে ৫৪ জন। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-০৩, রূপালী ব্যাংক-১৫, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৬, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০৬, প্রবাসী কল্যাণ ব্যাংক-২৪। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর: পদ ০১টি। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-০১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার): এ পদে ২১ জন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: রূপালী ব্যাংক-২০, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-০১। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার: পদ ০১টি। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: প্রবাসী কল্যাণ ব্যাংক-০১। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

রক্ষণাবেক্ষণ প্রকৌশলী: পদ ০১টি। সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০১। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

বয়সসীমা:

১ থেকে ৬ নম্বর পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর। ৭ নম্বর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ বছর। ৮ নম্বর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আবেদনের নিয়ম:

আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। 

 আবেদন ফি:

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে। এছাড়া এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও আবেদন ফি পরিশোধ করা যাবে।

আবেদনের শেষ সময়:

২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন