ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:১৯, ১৯ মে ২০২৫ | আপডেট: ২০:১৯, ১৯ মে ২০২৫
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি চীফ রিস্ক অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
সোমবার (১৯ মে) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনকারীকে ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ঝুঁকি ব্যবস্থাপনার নীতি, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে গভীর জ্ঞান এবং কমপক্ষে ১৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৫২ বছর। পদের সংখ্যা নির্ধারিত নয়।
ব্যাংকটির https://www.ificbank.com.bd অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন