ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

নারায়ণগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের জালকুড়িতে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখা ব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিসিও শাহ মোহাম্মদ সোহেল খুরশীদ এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী।

এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন