ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

পোশাক শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা সিটিজেনস ব্যাংকের

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:৫২, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫২, ১৮ অক্টোবর ২০২৫

পোশাক শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা সিটিজেনস ব্যাংকের

সিটিজেনস ব্যাংক পিএলসির বাড্ডা উপ-শাখার এক বছর পূর্তি উপলক্ষে শতাধিক পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত উপ-শাখা কার্যালয়ে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমান।

এ সময় একজন গাইনি এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ তাদের সেবা দেন। কর্মসূচিতে সহযোগিতা করে বাড্ডা মা ও শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড। অনুষ্ঠানে শ্রমিকদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটিজেনস ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদ, মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক সামসুর নাহার শান্তি, ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আলিফ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাড্ডা উপ শাখার প্রধান সমীর চক্রবর্তী।

বক্তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পোশাক শ্রমিকদের জন্য এমন সামাজিক দায়বদ্ধতামূলক আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

উপস্থিত শ্রমিকরাও সিটিজেনস ব্যাংকের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন