ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৪৯, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫০, ৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন

“উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই স্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সহযোগিতায় ঝিনাইদহে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’র আওতায় এর আয়োজন করা হয়।

সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ৩০ অক্টোবর এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও এর নির্বাহী পরিচালক মো. শামসুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি এর হেড অফ এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত ও খুলনা এরিয়ার হেড মোহাম্মদ কবির হোসেন।

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)র আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন