ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

চট্টগ্রামে স্কুল ব্যাংকিং সচেতনতা কর্মসূচি সাউথইস্ট ব্যাংকের

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৩৮, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৩৮, ১১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে স্কুল ব্যাংকিং সচেতনতা কর্মসূচি সাউথইস্ট ব্যাংকের

চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বাড়াতে স্কুল ব্যাংকিং বিষয়ক কর্মসূচির আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি ও শিক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সহযোগিতা জোরদার করা।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ১৮টি বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অভিভাবকেরা অংশ নেন।

‘সাউথইস্টএডুফিন এর বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ পরিচিতি’ শীর্ষক কর্মসূচিটি ব্যাংকের আগ্রাবাদ শাখার তত্ত্বাবধানে পতেঙ্গা উপশাখা কর্তৃক আয়োজন করা হয়

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এ সময় ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান, আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম) মো. আবদুল মান্নানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাউথইস্টএডুফিন হলো একটি আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সহজে পরিচালনা করা যায়। এতে ফি ব্যবস্থাপনা, উপস্থিতি নিরীক্ষণ, গ্রেড ব্যবস্থাপনা ও অভিভাবক-শিক্ষকদের যোগাযোগের মতো সুবিধা রয়েছে। শিক্ষার্থীরা সাউথইস্ট ব্যাংকের যেকোনো শাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য সংযুক্ত প্ল্যাটফর্মের মাধ্যমে বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবে।

এছাড়া ব্যাংকের স্কুল ব্যাংকিং হিসাব ‘তারকা’ এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব অল্প পরিমাণ অর্থ জমা দিয়ে, কোনো রক্ষণাবেক্ষণ ফি ছাড়াই ও আকর্ষণীয় মুনাফাসহ সঞ্চয় হিসাব খুলতে পারবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক শৃঙ্খলা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর, যুবশক্তির ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সবসময় উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন