ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’র সমাপনী

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:১৪, ১১ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:১৪, ১১ আগস্ট ২০২৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’র সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের এসআইসিআইপি প্রকল্পের আওতায় মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বার্ড মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সনদ বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. আয়ুব আলী।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি এসএম আবু জাফর, কোর্স কো-অর্ডিনেটর সাইফ মোহাম্মদ জুলকার নাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন