দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চ আদালতের ঐতিহাসিক আদেশের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি গাইডলাইন প্রস্তুত করেছে, যা বর্তমানে মন্ত্রণালয়ের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।