ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:২০, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:২০, ১৯ নভেম্বর ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের কার্যদিবসে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আজ মোট ১ লাখ ৫৪ হাজার ৮৫টি ট্রেডের মাধ্যমে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৯৮২টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪২০ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার ২১ টাকা।
বুধবার (১৯ নভেম্বর) ডিএসইতে ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৫৪.৫০ পয়েন্ট বেড়ে ৪৯০১.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ মূল্য সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১৮৯৩.৪৩ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১.৭৪ পয়েন্ট বেড়ে ১০২৯.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩১০টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারদর।
ডিএসইতে আজ এ ক্যাটাগরির মোট ২০৯টি ইস্যুর মধ্যে ১৫৮টির বেড়েছে, ২৯টির কমেছে এবং ২২টির অপরিবর্তিত রয়েছে। বি ক্যাটাগরির ৭৩টির মধ্যে ৬৬টির দর বেড়েছে, ৪টির কমেছে এবং ৩টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া জেড ক্যাটাগরির ৯৪টির মধ্যে ৮৬টির বেড়েছে, ৩টির কমেছে এবং ৫টির অপরিবর্তিত রয়েছে। এন ক্যাটাগরির কোনো লেনদেন হয়নি।
মিউচ্যুয়াল ফান্ডের (এমএফ) ৩৫টির মধ্যে ১৬টির বেড়েছে, ২টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের ২টির মধ্যে ১টির বেড়েছে, ১টির কমেছে। সরকারি সিকিউরিটিজের ৩টির মধ্যে ৩টিতেই দরপতন হয়েছে।
টাকার অংকে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
শাহজিবাজার পাওয়ার, আফতাব অটো, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক্স, রানার অটো, ওরিয়ন ইনফিউশন এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি
রহিমা ফুড, সোনারগাঁও টেক্সটাইল, রানার অটো, নাহী অ্যালুমিনিয়াম, ফার কেমিক্যাল, বিবিএস, ইন্দো-বাংলা ফার্মা, আফতাব অটো, ইফাদ অটো এবং এসবিএসসি ব্যাংক।
দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি
আইএসএন লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, আইসিবিএএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বাটা সুজ, একমি ল্যাবরেটরিজ, নিটল ইন্স্যুরেন্স এবং তাক্কাফুল ইন্স্যুরেন্স।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে ক্রয়চাপ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ফলে লেনদেন ও সূচকে ইতিবাচক গতি দেখা যাচ্ছে, যা সামগ্রিক বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন