ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
২৩তম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়্যার্ডসে ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ হিসেবে সম্মানিত হয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। দক্ষ নেতৃত্ব, ব্যবসায়িক উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আহসান খান চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং অয়োজকদের মধ্যে ডিএইচএল ওয়ার্ল্ডয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
গত চার দশকে প্রাণ-আরএফএল গ্রুপের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আহসান খান চৌধুরীর। তার নেতৃত্বে প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ও সবচাইতে বৈচিত্র্যময় শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হাউজওয়্যার, ফুটওয়্যার, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, ফার্নিচার, মেডিকেল অ্যাপ্লায়েন্স, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে গ্রুপটি ব্যবসা পরিচালনা করছে।
আহসান খান চৌধুরীর দূরদর্শিতায় প্রাণ-আরএফএল গ্রুপ দেশজুড়ে একটি শক্তিশালী সেলস এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়েছে এবং দেশের প্রতিটি জায়গায় প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য পৌঁছে যাচ্ছে। সারা দেশে প্রায় ৪০টি জায়গায় কারখানা স্থাপন করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
গ্রুপের অধীনে দেড় লাখের অধিক জনবল কাজ করছে যা দেশে বেসরকারি খাতে সর্বোচ্চ। তার গতিশীল নেতৃত্বে বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য বিশ্বের ১৪৮ দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের ব্র্যান্ডকে বিশ্ববাজারে তুলে ধরছে।
ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়্যার্ডসের মাধ্যমে দেশের অর্থনীতি ও সমাজে বিশেষ অবদান রাখা অগ্রগামী ব্যবসায়ীদের সম্মান জানানো হয়। এ বছর তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে।
আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিস উদ দৌলা, আর অসাধারণ নারী উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক।
এএ
ব্যাংকার প্রতিবেদন