ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

বাটার প্রথম বাংলাদেশি এমডি ফারিয়া ইয়াসমিন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৩৮, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:৩৮, ১৪ অক্টোবর ২০২৫

বাটার প্রথম বাংলাদেশি এমডি ফারিয়া ইয়াসমিন

বহুজাতিক কোম্পানি বাটা সু বাংলাদেশের প্রথমবারের মতো বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। বাংলাদেশে কোম্পানিটির ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম শীর্ষ নির্বাহী পদে কোনো নারী নিয়োগ পেলেন।

আগামী ২০ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সোমবার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

বাটা সু বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন ফারিয়া ইয়াসমিন। দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটার দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন বলে জানানো হয়।

বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ফারিয়া ইয়াসমিনের। বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসির চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি রেকিট বেস্তিজার, ম্যারিকো ও নেসলের সিনিয়র পদেও কাজ করেছেন। 

এএ

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন