ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

বাজুসের নতুন সভাপতি এনামুল হক দোলন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:২২, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:২২, ৩ নভেম্বর ২০২৫

বাজুসের নতুন সভাপতি এনামুল হক দোলন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে তিনি বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত হয়েছে। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন এবং পরিচালক পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়, উল্লিখিত পদগুলোর প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সংগঠনের বিধিমালা ২০২৫-এর ২৪(১) ধারা অনুসারে বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনের যোগ্য পদের সমান হওয়ায় মোট ৩৫ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর মাধ্যমে বাজুসের আগামী দুই মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন।

বর্তমান কমিটির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের এপ্রিলে বাজুসের তৎকালীন কমিটি এনামুল হক দোলনকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছিল। সম্প্রতি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার সদস্যপদ পুনর্বহাল করা হয়। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন