ঢাকা, শনিবার, ০৫ জুলাই ২০২৫

২১ আষাঢ় ১৪৩২, ০৯ মুহররম ১৪৪৭

বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:২৮, ২৯ জুন ২০২৫ | আপডেট: ১৮:২৮, ২৯ জুন ২০২৫

বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে র‌্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো র‌্যানকন।

র‌্যানকন অটোর পক্ষ থেকে আজ রোববার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাত আসন বিশিষ্ট এই ফ্যামিলি এসইউভি-টি ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনে চালিত, যা জাপানি নির্ভরযোগ্যতা এবং দেশীয় উদ্ভাবনের এক অপূর্ব সমন্বয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিইচি। তিনি বলেন, ‘এই উদ্বোধন শুধুই একটি গাড়ির নয়—এটি বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি বিনিময় ও দ্বিপাক্ষিক বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহারণ।’

জাপান থেকে ভিডিও বার্তায় মিতসুবিশি মোটরস কর্পোরেশনের সিইও তাকাও কাতো বলেন, ‘এটি একটি সুন্দর পথচলার শুরু। ডুয়েল এসি সম্বলিত এক্সপ্যান্ডার মূলত আসিয়ান অঞ্চলের জন্য নির্মিত। বাংলাদেশে ফ্যামিলি-কার হিসেবে এর রয়েছে পরীক্ষিত সাফল্য। র‌্যানকনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও উন্নতমানের এবং নির্ভরযোগ্য গাড়ি তৈরির পথ প্রশস্ত করবে।’

র‌্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী বলেন, ‘গত ৫০ বছর ধরে আমরা মিতসুবিশি ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। সরকারের বিনিয়োগ-বান্ধব উদ্যোগ ও আমাদের পার্টনার মিতসুবিশির সহযোগিতায় আমরা এমন এক ব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে দেশের মানুষের জন্য জাপানি প্রযুক্তির গাড়ি তৈরি করা যাচ্ছে সাশ্রয়ী মূল্যে।’

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন