ঢাকা, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

২৫ ভাদ্র ১৪৩২, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

প্রতিমাসে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করবে এনবিআর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:২৭, ৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রতিমাসে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করবে এনবিআর

ব্যবসা-বাণিজ্য সহজ করতে ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে প্রতি মাসের দ্বিতীয় বুধবার এ সভার আয়োজন করা হবে।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মতবিনিময় সভায় ব্যবসায়ীরা কাস্টমস, আয়কর ও ভ্যাট সম্পর্কিত মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে তুলে ধরতে পারবেন। এর ফলে এনবিআর মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং সেসব সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ নিতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের সেপ্টেম্বর মাসের সভাটি আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুম (কক্ষ নং-৩০১)-এ অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের নিচের গুগল ফর্মটি পূরণ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছে এনবিআর।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdbl6kKrDgmMyLOKdstizekaUPSDxH5pcNMBpyYQgTi77Appg/viewform?usp=sharing&ouid=111669838649691608642

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন