ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:১৬, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:১৬, ১৩ নভেম্বর ২০২৫
নভেম্বরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৯৬৪ মিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়, চলতি অর্থবছরের গত জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৪৯৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ে ছিল ৯ হাজার ৯০২ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং প্রবাহ বৃদ্ধিতে দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হচ্ছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন