ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:১৭, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৮, ১৫ ডিসেম্বর ২০২৫

নিলামে আরও ১৪১.৫০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আজ ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিভিন্ন নিলাম পদ্ধতির মাধ্যমে ১৪১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে পুনরুজ্জীবিত করার চলমান কৌশলের অংশ হিসেবে এই ডলার ক্রয় করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়েছে।

এ নিয়ে চলতি বছরের ডিসেম্বরে মোট ৬২৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ২ হাজার ৮০৪ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে দেশে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয় বেড়েছে ১৮ শতাংশ।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন