ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

চট্টগ্রাম বন্দরে ৫জি নেটওয়ার্ক উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:০৭, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:০৭, ১২ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরে ৫জি নেটওয়ার্ক উদ্বোধন

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে সর্বাধুনিক ৫জি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে। ৫জি নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫জি নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তি নির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক নতুন মাইলফলক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে, ৫জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বাড়বে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম অ্যানালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলা এবং Axentec PLC  এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন