ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:৪১, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪১, ১৩ জানুয়ারি ২০২৬
পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)র আওতায় ‘খুলনায় অব্যবহৃত জমিতে ২৫০ শয্যাবিশিষ্ট নতুন আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল’ শীর্ষক একটি প্রকল্প প্রত্যাহারের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রেলপথ মন্ত্রণালয় সভায় এ প্রস্তাব উত্থাপন করে।
এক যুগেরও বেশি সময় আগে প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ ১৩ বছর পার হলেও প্রয়োজনীয় জমির সংকটে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। শেষ পর্যন্ত সেই ‘নিউ মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অব ২৫০ বেডস অন দ্য আনইউজড ল্যান্ড ইন খুলনা’ শীর্ষক প্রকল্পটি পিপিপি তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এএ
ব্যাংকার প্রতিবেদন