ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:২৯, ২৮ জুন ২০২৫ | আপডেট: ২২:২৯, ২৮ জুন ২০২৫
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন করে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৬২৪ টাকা কমে এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।
শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
নতুন এই দাম রোববার (২৯ জুন) থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে এক লাখ ৬২ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি এক লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১১১ টাকা বিক্রি হচ্ছে।
আর সনাতন পদ্ধতির এক ভরি রুপা এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন