ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:০৪, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:০৪, ১৪ অক্টোবর ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন

পল্লী সঞ্চয় ব্যাংকের ১২ দিনব্যাপী ১৫তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন গ্রেডের মোট ৭০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করছেন।

সোমবার (১৩ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ আব্দুল খালেক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ধন্যবাদ জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু বলেন, ব্যাংকের জনবলকে দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি মো. আব্দুল খালেক বলেন, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত সততা ব্যাংকের উন্নয়নের মূল ভিত্তি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান অতিথি নাজমা মোবারেক বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকিং জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আচরণবিধি মেনে চলা, ঋণ প্রদানে সতর্কতা অবলম্বন এবং জনগণের সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সার্বিক সাফল্য কামনা করেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন