ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৩৮, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩৯, ১৭ অক্টোবর ২০২৫
সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে নতুনভাবে সংযুক্ত মডিউলগুলোর বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লিগ্যাল ম্যাটার্স ডিভিশনের এই কর্মশালায় অংশ নেন প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন কার্যালয় ও শাখার ৬৬ জন কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার প্রধান কার্যালয়ের আইটি ল্যাবে কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র প্রোগ্রামার মো. সাজেদুর রহমান।
অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. আব্দুল কুদ্দুস এবং ল কনসালট্যান্ট মো. বারেকুজ্জামানসহ সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ব্যাংকখাতের যেসব মামলা হাইকোর্টে গেছে, সেসব মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন মডিউলগুলোতে ইনপুট দেওয়া যাবে। এতে মামলাগুলোর আপডেট তথ্য পাওয়া যাবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন