ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

পদোন্নতি পেয়ে কৃষি ব্যাংকের ডিজিএম হলেন মো. আলাউদ্দিন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৫২, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ৫ নভেম্বর ২০২৫

পদোন্নতি পেয়ে কৃষি ব্যাংকের ডিজিএম হলেন মো. আলাউদ্দিন

বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আলাউদ্দিন পদোন্নতি পেয়ে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে উন্নীত হয়েছেন। তার এ পদোন্নতি ২০২৫ সালের ২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

মো. আলাউদ্দিন ২০০৮ সালের ২৫ মার্চ বাংলাদেশ কৃষি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯৭ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি মেধাতালিকায় ১০ম স্থান (বোর্ড স্ট্যান্ড) অর্জন করেন মো. আলাউদ্দিন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তাছাড়া, তিনি ব্যাংকিং খাতে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকিং ডিপ্লোমার জেএআইবিবি ও ডিএআইবিবি- উভয় পর্বই সফলভাবে সম্পন্ন করেছেন।

তার এ পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনে আরো সাফল্য কামনা করেছেন।

তিনি কর্মজীবনে সততা, পেশাদারিত্ব, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ব্যাংকিং সেবার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন। সহকর্মী, অধীনস্থ ও গ্রাহকদের সঙ্গে তার আচরণ সৌহার্দ্যপূর্ণ, দায়িত্বশীল ও সুসংহত কর্মসংস্কৃতির প্রতিফলন। তিনি বরিশাল জেলার এক সুপরিচিত ও সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন