ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

রূপালী ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৪৮, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪৮, ১৩ নভেম্বর ২০২৫

রূপালী ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

এ উপলক্ষে সম্প্রতি রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমীতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা।

সভাপতিত্ব করেন আরবিটিএর অধ্যক্ষ ও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন এসআইসিআইপি প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম ও উপপরিচালক মো. আইয়ুব আলী, রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন এবং সাধারণ ঋণ ও এসএমই প্রধান মোহাম্মদ আফজাল হোসেন। 

অনুষ্ঠানে ২৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদপত্র ও স্যুভেনির প্রদান করা হয়।

প্রশিক্ষণটি গত ০৬ অক্টোবর, ২০২৫ তারিখে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম উদ্বোধন করেন।

এডিবির অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন