ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

ডলারের দাম বেশি বাড়লেই হস্তক্ষেপ করা হবে: ডেপুটি গভর্নর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৩৫, ১৫ মে ২০২৫ | আপডেট: ১৯:৩৫, ১৫ মে ২০২৫

ডলারের দাম বেশি বাড়লেই হস্তক্ষেপ করা হবে: ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেছেন, সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ডলারের বিনিময় হার ‘বাজারভিত্তিক’ করা হয়েছে। তবে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে ডলারের দাম বেশি বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান।

ডেপুটি গভর্নর বলেন, এই সিদ্ধান্ত নানাভাবে সহায়ক হবে। সংস্কারের বিষয়ে বাংলাদেশের যে সদিচ্ছা আছে, সংস্কারের যে তাগিদ আমরা অনুভব করছি, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা যাবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বহিস্থ খাত যে ভালো আছে, তা–ও বোঝা যাবে।

হাবিবুর রহমান বলেন, ডলারের দাম বাজারভিত্তিক করার পর গতকাল বুধবার টাকার বিনিময় হার কিছুটা ওঠানামা করলেও সেভাবে অবমূল্যায়ন হয়নি। অর্থাৎ অবমূল্যায়নের চাপ দেখা যায়নি। আরও দু–এক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তখন বোঝা যাবে, কী হতে যাচ্ছে। মনে হচ্ছে, বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি হয়েছে। 

ফলে টাকার বিনিময় হারের অনাকাঙ্ক্ষিত অবমূল্যায়ন বা চাপ আসবে বলে তিনি মনে করেন না। তা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক বাজার পর্যবেক্ষণ করবে জানিয়েছেন হাবিবুর রহমান। 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক যদি মনে করে, কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে টাকার বেশি অবমূল্যায়ন হয়েছে, তাহলে হস্তক্ষেপ করবে। বাংলাদেশ ব্যাংকের কাছে সেই হাতিয়ার আছে।

অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। দেশের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি বিশ্লেষণে এখন থেকে প্রতি মাসে এমএমআই আয়োজন করবে পিআরআই। আজ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইদি সাত্তার ও পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটান।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন