ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধ কার্যক্রম চালু করল জনতা ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:২৯, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ২০:৩০, ১৬ জুলাই ২০২৫

বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধ কার্যক্রম চালু করল জনতা ব্যাংক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি।

এ কার্যক্রমের আওতায় এখন থেকে ছুটির দিনসহ যেকোন দিন তাৎক্ষণিকভাবে রেমিটেন্সের অর্থ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকাশের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শেখ ইবনে জিলানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ
 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন