ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

বাংলাদেশ ব্যাংকে শহীদ আবু সাঈদের স্মরণে দোয়া ও অবস্থান কর্মসূচি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২৮, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ২২:২৮, ১৬ জুলাই ২০২৫

বাংলাদেশ ব্যাংকে শহীদ আবু সাঈদের স্মরণে দোয়া ও অবস্থান কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে দোয়া ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের মতো দুই হাত প্রসারিত করে প্রতীকী আবু সাঈদ দেয়াল নির্মাণ করেন তারা।

 বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজনে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। তারা বলেন, শহীদ আবু সাঈদ ছিলেন ন্যায়, সততা ও আদর্শের প্রতীক। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে তিনি যে আত্মত্যাগ করেছেন, তা দেশের ব্যাংকিং খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

কর্মসূচিতে বক্তারা আরও বলেন, শহীদ আবু সাঈদের মত সৎ ও সাহসী কর্মকর্তার আদর্শ নতুন প্রজন্মের পথ দেখাবে। ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। তারা প্রতি বছর এই দিনে তার স্মরণে কর্মসূচি পালনের আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, শহীদ আবু সাঈদের স্মৃতিকে চির স্মরণীয় করে রাখতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন