ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:১৩, ১ আগস্ট ২০২৫ | আপডেট: ১১:১৩, ১ আগস্ট ২০২৫
রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।
সভায় প্রধান অতিথি ও সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং মো. রিজওয়ানুল হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন খান।
এছাড়া ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও নিরীক্ষা ফার্মের প্রতিনিধিরা।
সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক তাঁর বক্তব্যে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন। আগামীতে ব্যাংকটি সকল আর্থিক সূচকে অধিক প্রবৃদ্ধি অর্জন করে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হিসেবে শীর্ষে অবস্থান করে নিতে পারবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।ব্যাংকের সকল ব্যবসায়িক ও আর্থিক সূচকে অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক সূচক সমূহের অবস্থা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি ব্যাংকের শ্রেণীকৃত ঋণ আদায়সহ আমানত, ঋণ ও অগ্রিম, পরিচালন মুনাফা, আমদানি, রপÍানি, রেমিটেন্স, বিভিন্ন সেবা খাতে ব্যাংকের ভ‚মিকা উল্লেখ করে সমাজ তথা জাতীয় অর্থনীতিতে রাষ্ট্র মালিকানাধীন এই প্রতিষ্ঠানের অবদান ও সাফল্যের বিশদ বর্ণনা দেন।
তিনি বলেন, ২০২৪ সালে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৮,১০৬ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ১,২৩,০৯৬ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৫,০১০ কোটি টাকা বা ৪.০৭%।
২০২৪ সালে ব্যাংক ১,৫১১ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। উক্ত বছরে ব্যাংকের নীট স্প্রেড এর পরিমাণ ৫.৩৮%। এ সময়ে ব্যাংকের পরিচালন ব্যয়ও বাংলাদেশ ব্যাংকের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে।
২০২৪ সালে ব্যাংক মোট ৯,০৮৩ কোটি টাকা সংরক্ষণ করেছে যা ২০২৩ সালের তুলনায় ২,০৮৪ কোটি টাকা বা ৩০% বেশি।
এএ
ব্যাংকার প্রতিবেদন