ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৪৬, ২৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৪৬, ২৮ আগস্ট ২০২৫
গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।
সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির চেয়ারম্যান সাঈদ আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম সারোয়ার আলম, অডিট কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) জহির উদ্দিন আহমেদ, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান, স্বতন্ত্র পরিচালক ও সাবেক সচিব মো. ইবাদত আলী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ বদরুল আলম।
আরও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম, সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক, কোম্পানি সচিব মো. ওমর ফারুক এবং সিএফও (চলতি দায়িত্ব) মো. আশরাফুল আলম।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার স্বশরীরে ও ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন