ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৬:৪৪, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৪৫, ২৬ জুলাই ২০২৫
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও লভ্যাংশ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
শনিবার (২৬ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম. কামালসহ পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস, বহির্বিশ্বের নিরীক্ষক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, নিরপেক্ষ স্ক্রুটিনাইজার, কোম্পানির শেয়ারহোল্ডার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও লভ্যাংশ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আলোচিত বছরে কোম্পানির প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার বলেন, সততা ও মানুষের আস্থাকে ভিত্তি করে ডেল্টা লাইফ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ৩০ শতাংশ লভ্যাংশ দিয়ে আসছে। দাবি পরিশোধ বিমা কোম্পানির অন্যতম প্রধান কাজ, যেখানে শতভাগ পারফরমেন্স নিশ্চিতের চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। এই লক্ষ্যেই কাজ করে ডেল্টা লাইফ আজ প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যেও চলতি বছরে কোম্পানির প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন অত্যন্ত প্রশংসনীয়। এই অর্জনের পেছনে ম্যানেজমেন্টের প্রতিটি কর্মীর সততা ও নিষ্ঠার অবদান রয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন