ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ক্যাশলেস অর্থনীতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ: আরফান আলী

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৩৫, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩৬, ৫ নভেম্বর ২০২৫

ক্যাশলেস অর্থনীতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ: আরফান আলী

ব্যাংক এশিয়ার সাবেক এমডি ও জয়তুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান আরফান আলী বলেছেন, ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল লেনদেনকে আরও সস্তা করে আনতে হবে। তাহলে মানুষ নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল লেনদেনে এগিয়ে আসবেন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

আরফান আলী বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা, অবৈধ অর্থের লেনদেন থেকে মুক্তি ও আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে হলে ডিজিটাল ছাড়া সম্ভব না। এ জন্য ব্যাংকগুলোকে তাদের মুনাফার একটি অংশ উৎসর্গ করে ডিজিটাল চার্জ কমাতে বাধ্য করতে হবে এবং সরকারকেও শক্তিশালী প্রণোদনা দিতে হবে, যাতে প্রান্তিক জনগোষ্ঠী ও অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষরাও ক্যাশলেস প্রক্রিয়ার আওতায় আসে।

তিনি বলেন, এখনো দেশের ৭০ শতাংশ মানুষ নগদ লেনদেন করে। এর কারণ মানুষের অভ্যস্ততা, আর্থিক সাক্ষরতার অভাব এবং স্মার্টফোন ব্যবহারকারীর হার অত্যন্ত কম। বড় সমস্যা হলো ব্যাংকগুলোর অংশগ্রহণ এবং অপারেটর (এসপিএসপি) খরচ। এই খরচ কমিয়ে না আনা পর্যন্ত লোকজনের কাছে ডিজিটাল পেমেন্ট ততটা গ্রহণযোগ্য হবে না। ডিজিটাল লেনদেনকে নগদ লেনদেনের চেয়ে কম ব্যয়বহুল হতে হবে, তবেই মানুষ এটা ব্যবহার করবে।

আরফান আলী বলেন, বিশ্বের অন্যান্য দেশে দেখেছি, সরকার ডিজিটাল লেনদেন বাড়াতে প্রণোদনার ব্যবস্থা করেছে। যদিও ডিজিটালি কেউ লেনদেন করলে তাকে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব এখন পর্যন্ত আমাদের দেশে সরকার থেকে আসেনি। তবে এগুলো থাকা উচিত, যাতে প্রান্তিক জনগোষ্ঠী নগদবিহীন লেনদেন করতে অভ্যস্ত হয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন। এই ব্যাংকার বলেন, বাংলা কিউআর-এর সঙ্গে যে চার্জ জিরো পার্টিসিপেশন, এটা করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতে তো ব্যাংকগুলোকে চার্জ নিতে নিষেধ করা হয়েছে। আমাদের দেশেও ব্যাংকগুলোকে বাধ্য করতে হবে। বৃহত্তর সুবিধার জন্য ব্যাংকগুলোকে এই মুনাফাটুকু ত্যাগ করতে হবে। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন