ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ঋণ জালিয়াতি: অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মাসুদ কারাগারে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:২৭, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০২, ১৯ নভেম্বর ২০২৫

ঋণ জালিয়াতি: অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মাসুদ কারাগারে

অগ্রণী ব্যাংকের সাবেক জিএম ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি অভিযোগে দুদকের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার সকালে ধানমন্ডির বাসা থেকে পুলিশের সহায়তায় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করে দুদক।

পরে তাকে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল।

শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৮ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়ম ভেঙে ঋণ নেওয়ার মাধ্যমে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ, নুরজাহান গ্রুপের পরিচালক ও ওবায়েদ উল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল–২ এর মহাব্যবস্থাপক ছিলেন।

পরে তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের চেয়ারম্যান হয়েছিলেন। যদিও দায়িত্ব গ্রহণের ১১ মাসের মাথায় ২০২৫ সালের ১৬ জুলাই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তার আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন