ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:৪৮, ৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪৮, ৪ জানুয়ারি ২০২৬
প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান (জিকু)-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
রোববার (০৪ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
মামলার এজাহার ও তদন্তে উঠে এসেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী (জীবন)র বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তকালে তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া যায়, যার মধ্যে মো. জাকারিয়া রহমানও একজন।
দুদক জানায়, বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, মো. জাকারিয়া রহমান একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত এবং তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এ অবস্থায় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ৫ জানুয়ারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় মামলা দায়ের করে। সেখানে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন