ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

বিসিআইসির হিসাব রক্ষক ইকবালের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:৪৫, ৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪৬, ৫ জানুয়ারি ২০২৬

বিসিআইসির হিসাব রক্ষক ইকবালের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশ (বিসিআইসি) সহকারী প্রধান হিসাব রক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান খোন্দকার মুহম্মদ ইকবালের সাড়ে ২৩ কাঠা জমি, ৩৯২ অযুতাংশ জমির ১১টি শেয়ার ও ১২টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি খোন্দকার মুহম্মদ ইকবাল (৪২) সহকারী প্রধান হিসাব রক্ষক ও হিসাব বিভাগীয় প্রধান হিসাবে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশ (বিসিআইসি) দায়িত্ব পালন করেন। চাকরিকালে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অসংখ্য ভূয়া/জাল বিল ও ভাউচার জাল-জালিয়াতীর মাধ্যমে তৈরী করে সর্বমোট ৩৮ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাৎ করে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছে।

তদন্তে আসামির স্থাবর সম্পত্তি ২৩ দশমিক ৫ কাঠা জমি এবং ৩৯২ অযুতাংশ জমির ১১টি শেয়ার ও ১২টি ফ্ল্যাটসহ সর্বমোট দলিল মূল্য ৮ কোটি ৪৭ লাখ টাকা পাওয়া যায়।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে স্থাবর সম্পত্তি আদালত কর্তৃক ক্রোকের আদেশ প্রদান করা না হলে অভিযোগ নিষ্পত্তির পূর্বেই স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশংকা রয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন