ঢাকা, রোববার, ২৩ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.১ শতাংশ প্রবৃদ্ধি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:৫৯, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫৯, ৯ নভেম্বর ২০২৫

৮ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.১ শতাংশ প্রবৃদ্ধি

নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৫৪ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৬২৮ মিলিয়ন ডলার।

রোববার (০৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা ১০ হাজার ৯০৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯ হাজার ৫৬৬ মিলিয়ন ডলার।

নভেম্বরের আট দিনে ৭৫ কোটি ৪০ লাখ ডলার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ হাজার ১৯৮ কোটি ৮০ লাখ টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ৯ কোটি ৪২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১১৫০ কোটি টাকার প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন