ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৫৮, ১৭ মে ২০২৫ | আপডেট: ১৭:০২, ১৭ মে ২০২৫

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা

সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণে চরমভাবে ব্যর্থ হওয়া এবং অধিকাংশ পদের দায়িত্বপ্রাপ্তরা পদত্যাগ করায় বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭মে) আয়কর ক্যাডারের সাধারণ সদস্যদের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ মে) এ ঘোষণা দিয়েছেন আয়কর ক্যাডারে কর্মরত সাধারণ সদস্যরা।

তারা বলছেন, বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের দায়িত্ব বিসিএস (কর) ক্যাডারের সদস‍্যদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু সাম্প্রতিককালে অ্যাসোসিয়েশন সাধারণ সদস্যদের স্বার্থ সংরক্ষণে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে কর ক্যাডারের প্রায় সব সদস্য মনে করেন। এ কারণে অ্যাসোসিয়েশন তার সদস্যদের নিকট গ্রহণযোগ্যতা হারিয়েছে। ইতোমধ্যে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।

বিলুপ্ত কমিটির কেউ অ্যাসোসিয়েশনের নামে কোনো সভা, মিডিয়া বা অন্য কোথাও বক্তব্য দিলে তা ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচিত হবে এবং এর দায়ভার ওই ব্যক্তি সম্পূর্ণভাবে বহন করবে।

বিসিএস আয়কর অ্যাসোসিয়েশন অবৈধ ও বিলুপ্ত ঘোষণা

সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হওয়ায় বিসিএস আয়কর (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) এ ঘোষণা দিয়েছেন আয়কর ক্যাডারে কর্মরত সাধারণ সদস্যরা।

ঘোষণায় বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের দায়িত্ব সদস্যদের স্বার্থ সংরক্ষণ করা। কিন্তু সাম্প্রতিক সময়ে অ্যাসোসিয়েশন এ কাজে চরমভাবে ব্যর্থ হয়েছে।
এতে অ্যাসোসিয়েশন সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এরই মধ্যে অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন।

অনির্বাচিত অ্যাসোসিয়েশন তার কার্যক্ষমতা হারিয়েছে উল্লেখ করে বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করছে।

বিলুপ্ত কমিটির কেউ অ্যাসোসিয়েশনের নামে কোনো সভা, মিডিয়া বা অন্য কোথাও বক্তব্য দিলে তা ব্যক্তিগত বক্তব্য হিসেবে বিবেচিত হবে এবং এর দায়ভার ওই ব্যক্তি সম্পূর্ণভাবে বহন করবে।

ঘোষণায় আরও বলা হয়েছে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবি পূরণ হলে অ্যাসোসিয়েশনকে নতুনভাবে গড়ে তোলা হবে। সদস্যরা এমন একটি নির্বাহী কমিটি নির্বাচন করবে, যারা সবার জন্য কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কাজ করবেন না। বরং পেশাগত সুযোগ সুবিধা বাড়িয়ে বিসিএস কর ক্যাডারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

প্রসঙ্গত, ইতোমধ্যে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক উপকর কমিশনার নাজমা পারভিন, সাংস্কৃতিক সম্পাদক উপকর কমিশনার রইসুন নেসা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক উপকর কমিশনার মো. ফিরোজ কবির, সহ-গবেষণা সম্পাদক উপকর কমিশনার মো. ফারুক হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক উপকর কমিশনার মো. আবদুল্লাহ ইউসুফ, সহ-ক্রীড়া সম্পাদক উপকর কমিশনার মো. জিল্লুর রহমান। নির্বাহী সদস্য উপকর কমিশনার মো. নেফাউল ইসলাম সরকার, মাফরোজ সুলতানা ইমা, মোছা. ফাতেমা খাতুন, মো. জোনায়েদ হোসেন, তানজিনা রহমান, সহকারী কর কমিশনার তামজিদ ইয়াসমিন ও মো. সাইফুদ্দিন খানসহ অন্তত কমিটির ২০ সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন