ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:৪৯, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৪৯, ১৫ জানুয়ারি ২০২৬
চলতি জানুয়ারির প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭০৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৯ দশমিক ৮ শতাংশ বেশি।
গত বছরের জানুয়ারির ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৪ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৪ জানুয়ারি একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৬৯ মিলিয়ন মার্কিন ডলারে।
অপরদিকে, আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৪ জানুয়ারি ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ১৪ হাজার ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার।
সে হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরের চলতি সময়ে (১৪ জানুয়ারি পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহে ২১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা, প্রবাসীদের আস্থাবৃদ্ধি এবং হুন্ডি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি দেখা যাচ্ছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন