ঢাকা, শনিবার, ০৫ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

কমল সঞ্চয়পত্রে মুনাফার হার, আজ থেকে কার্যকর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৪১, ১ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৪১, ১ জুলাই ২০২৫

কমল সঞ্চয়পত্রে মুনাফার হার, আজ থেকে কার্যকর

সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন মুনাফার হার আজ ১ জুলাই থেকে কার্যকর হবে।

সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সঞ্চয়পত্রে মুনাফার হার নির্ধারণে ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হারকে ভিত্তি ধরা হয়, যা প্রতি ছয় মাস পরপর হালনাগাদ করা হয়। চলতি সময়ে ওই দুই বন্ডের সুদহার কমে যাওয়ায় সঞ্চয়পত্রেও হার হ্রাস করা হয়েছে।

কোন সঞ্চয়পত্রে কত মুনাফা

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: নতুন প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগকারীদের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৮৩ শতাংশ; এতদিন যা ছিল ১২ দশমিক ৪০ শতাংশ। এর বেশি অংকের বিনিয়োগকারীদের মুনাফা দাঁড়াবে ১১ দশমিক ৮৩ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।  তবে প্রথম চার বছর শেষে ধাপে ধাপে কম হারে মুনাফা প্রদান করা হবে।

তিন বছর মেয়াদি: তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে (৩ বছর মেয়াদি) সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৮২ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ। আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১ দশমিক ৭৭ শতাংশ; এতদিন যা ছিল ১২ দশমিক ২৫ শতাংশ।  এখানেও প্রথম ও দ্বিতীয় বছরে মুনাফার হার কিছুটা কম থাকবে।

পেনশনার সঞ্চয়পত্র: পাঁচ বছর মেয়াদি পেশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফার হার পাওয়া যাবে ১১ দশমিক ৯৮ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ। আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১ দশমিক ৮০ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। প্রথম চার বছর ধাপে ধাপে মুনাফা কম হবে।

পরিবার সঞ্চয়পত্র: পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফা হার পাওয়া যাবে ১১ দশমিক ৯৩ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ৫০ শতাংশ। এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা হবে হবে ১১ দশমিক ৮০ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছর শেষে মুনাফা যথাক্রমে আরও কম পাওয়া যাবে।

ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি: তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ মুনাফা পাওয়া যাবে ১১ দশমিক ৮২ শতাংশ; যা এতদিন ছিল ১২ দশমিক ৩০ শতাংশ। এর বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১ দশমিক ৭৭ শতাংশ; আগে যা ছিল ১২ দশমিক ২৫ শতাংশ।

এ সিদ্ধান্তে স্বল্প আয়ের মানুষ ও অবসরপ্রাপ্তদের ওপর কিছুটা চাপ পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন