ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

নিলামে আরও ৩৭৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রিয় ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:০৪, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:০৬, ১৬ জুলাই ২০২৫

নিলামে আরও ৩৭৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রিয় ব্যাংক

নিলামের মাধ্যমে ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের মূল্য ১২১.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

গত তিন দিনে বাংলাদেশ ব্যাংক দুটি পৃথক নিলামে মোট ৪৮৪ মিলিয়ন ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রয়কৃত ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত কয়েক মাসে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় ডলারের বাজারে স্থিতিশীলতা এসেছে। পাশাপাশি, জুন মাসে আইএমএফ, এডিবি, জাইকা এবং এআইআইবি থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা আসায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভেও ডলার বেড়েছে। এসব কারণে দেশের বৈদেশিক বাণিজ্যের চলতি হিসাবে ঘাটতি কমেছে এবং ডলারের ওপর চাপ কম থাকায় দাম কমছে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন