ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:২৮, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:৩২, ১৭ জুলাই ২০২৫
বাংলাদেশ ব্যাংক ‘সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪’- এ ১০টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সাসটেইন্যাবল ফাইন্যান্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বীকৃতিপ্রাপ্ত ১০টি ব্যাংক হলো- ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
এ ছাড়া ২০২৪ সালের টেকসই আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স এবং আইপিডিসি ফাইন্যান্স। তারা টানা দ্বিতীয় বছরের মতো টেকসই রেটিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
বাংলাদেশ ব্যাংক পাঁচটি মূল সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে। এগুলো হলো: টেকসই অর্থায়ন সূচক, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন, টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে এই সাস্টেইনেবিলিটি রেটিং ব্যবস্থা চালু করে।
এএ
ব্যাংকার প্রতিবেদন