ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

সুদহার কমিয়ে বৈশ্বিক অস্থিরতায় সতর্কতা জারি অস্ট্রেলিয়া কেন্দ্রীয় ব্যাংকের

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:০২, ২০ মে ২০২৫ | আপডেট: ১৭:০৩, ২০ মে ২০২৫

সুদহার কমিয়ে বৈশ্বিক অস্থিরতায় সতর্কতা জারি অস্ট্রেলিয়া কেন্দ্রীয় ব্যাংকের

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার মূল সুদের হার কমিয়ে গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন করেছে। তবে ব্যাংকটি সতর্ক করেছে যে বিশ্বব্যাপী অস্থিরতা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি জাতীয় অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

সিডনি থেকে এএফপি জানিয়েছে, রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে নগদ হার ৩.৮৫ শতাংশ নির্ধারণ করেছে। ব্যাংকটি বলেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই হার ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন। গত ফেব্রুয়ারিতে সুদহার কমানোর পর এটি ২০২০ সালের নভেম্বরের পর সুদের হার হ্রাসের প্রথম ধারাবাহিকতা।

তবে ব্যাংক সতর্ক করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত ও এর বৈশ্বিক প্রতিক্রিয়া অর্থনীতিতে যথেষ্ট অনিশ্চয়তা সৃষ্টি করছে।

এক বিবৃতিতে ব্যাংকের বোর্ড জানায়, এই পরিস্থিততে যদি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার কারণে ব্যয় কমিয়ে দেয়। তাহলে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ বা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চালমার্স এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আমরা জানি কাজ এখনো শেষ হয়নি, আরও কিছু করার আছে।

রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৮ শতাংশ, যা এখন নেমে এসেছে ২.৪ শতাংশে। তবুও, খাদ্য, জ্বালানি এবং আবাসনের উচ্চ ব্যয় এখনও অনেক অস্ট্রেলিয়ান পরিবারের উপর চাপ সৃষ্টি করছে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন