ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

বাজার মূলধন অনুযায়ী বিশ্বের সেরা ১০টি ব্যাংক

দি ব্যাংকার ডেস্ক

প্রকাশ: ১৩:৩৮, ৪ মে ২০২৫ | আপডেট: ১৪:২৮, ৪ মে ২০২৫

বাজার মূলধন অনুযায়ী বিশ্বের সেরা ১০টি ব্যাংক

চলতি বছর গোটা বিশ্বেই ব্যাংকিং খাত নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক বাজার জরিপকারী প্রতিষ্ঠান স্ট্যাটিসটার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ এ খাতের মোট অর্জিত মূলধন ৮ দশমিক ৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কহার বাড়ানোয় বৈশ্বিক অর্থ সরবরাহে অনিশ্চয়তা বেড়েই চলেছে। ফলে ব্যাংক খাতের বিনিয়োগ, মূলধন সংগ্রহের ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।  

এসব প্রতিবন্ধকতা থাকার পরও যুক্তরাষ্ট্রভিত্তিক জেপি মরগান চেজ পুঁজি সংগ্রহের নিরিখে বিশ্বের সবচেয়ে বেশি মূলধন সংগ্রাহক ব্যাংকে পরিণত হয়েছে। জেপি মরগান এখন উদ্যোগী মূলধনের ভিত্তিতেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক। এছাড়া ভারতের এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি লিমিটেডের সঙ্গে একীভূত হয়। একীভূত হওয়ার পর ব্যাংকিং সেবার পরিসর বাড়িয়ে ব্যাংকটি বিশ্বের দশটি বড় ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে। চলতি মাসের ২ তারিখ প্রকাশিত স্ট্যটিসটার প্রতিবেদন অনুসারে, ব্যাংকটির বাজার মূলধন ১৮৪ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এভাবে ব্যাংকটি যুক্তরাষ্ট্রভিত্তিক গোল্ডম্যান সাকচক ব্যাংককে পিছে ফেলেছে।

বিশ্বের প্রথম সারির ব্যাংকের তালিকায় যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকের আধিপত্য বেশি থাকলেও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)। ব্যাংকটি বর্তমানে এশিয়ার বৃহত্তম ব্যাংকে পরিণত হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক জরিপে ব্যাংকটি দ্বিতীয় তালিকায় রয়েছে, খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে চলতি বছর বাজার মূলধনের নিরিখে নির্বাচিত ১০টি ব্যাংক নিয়ে আলোচনা করা হয়। স্ট্যাটিসটার ২ মে তারিখের জরিপ থেকে বাজার মূলধনের নিরিখে এ তালিকা করা হয়। উল্লেখ করা জরুরি, বাজার মূলধন যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। এ খাতের বৈচিত্র্য থাকায় যেকোনো সময় ব্যাংকের শেয়ারদর বাড়তে বা কমতে পারে।

 

২০২৫ সালে বাজার মূলধন অনুযায়ী সেরা ১০টি ব্যাংক

বাজার মূলধনের নিরিখে বিশ্বের সেরা ১০টি ব্যাংকের তালিকা দেওয়া হলো :

র‍্যাংকিং

ব্যাংকের নাম

বাজার মূলধন

সদর দপ্তর

জেপি মরগান চেজ

৬৮৮ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)

৩২০ দশমিক ০৫ বিলিয়ন মার্কিন ডলার

বেইজিং, চীন

ব্যাংক অব আমেরিকা

৩০২ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার

নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র

অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না

২৫৬ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার

বেইজিং, চীন

ওয়েলস ফারগো

২৩৩ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলার

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

চায়না কনস্ট্রাকশন ব্যাংক (সিসিবি)

২১৬ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলার

বেইজিং, চীন

ব্যাংক অব চায়না

২০৭ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার

বেইজিং, চীন

এইসবিসি

১৯৭ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার

লন্ডন, ইংল্যান্ড

মরগান স্ট্যানলি

১৮৭ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলার

নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

১০

এইচডিএফসি ব্যাংক

১৮৪ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

মুম্বাই, ভারত

তথ্যসূত্র : companiesmarketcap.com

 

এবার তালিকায় থাকায় ব্যাংকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

জেপি মরগান চেজ

যুক্তরাষ্ট্রভিত্তিক এ ব্যাংকটি দেশটির সবচেয়ে বড় এবং মোট অর্জিত সম্পদের হিসেবে ব্যাংকটি বিশ্বের পঞ্চম ব্যাংক। বিনিয়োগ ব্যাংকিং এবং অর্থায়ন পরিসেবার জন্য ব্যাংকটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। যে কয়টি ব্যাংক সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের ফেডেরাল রিজার্ভের নিউ রিয়েল টাইম পেমেন্ট প্লাটফর্ম গ্রহন করেছে সেগুলোর মধ্যে জেপি মরগান একটি।

 

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি)

আইসিবি শুধু চীনই নয়, মোট অর্জিত মূলধনের নিরিখে বিশ্বের প্রথম ব্যাংক। এখন পর্যন্ত ব্যাংকটি ৬ দশমিক ৮৯৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পুঁজি সংগ্রহ করেছে। বিশ্বের প্রধান ঋণ প্রদায়ী ব্যাংক হিসেবেও আইসিবিসি ব্যাপক সুনাম কুড়িয়েছে।

 

ব্যাংক অব আমেরিকা

আইসিবিসির অন্যতম প্রধান প্রতিযোগী ব্যাংক অব আমেরিকা বিনিয়োগ ব্যাংকিং, সম্পদ ব্যবস্থাপনা এবং বাণিজ্যের দিকে ব্যাপক গুরুত্বারোপ করে। গোটা বিশ্বে ব্যাংকটির ৬ কোটি ৮০ লাখ গ্রাহক রয়েছে। এছাড়া অন্তত ৩০ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীদের নানা সময়ে অর্থায়ন করেছে। চলতি বছর অর্জিত মূলধনের নিরিখে ব্যাংকটি তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তালিকায় ব্যাংকটির অবস্থান ৩০তম।

 

অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না

১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব চায়না এ তালিকার চতুর্থ ব্যাংক। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা চলতি বছর ৪৩ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার পুঁজি আহরণ করেছে। ব্যাংকটি চীনের কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শুধু চীন নয়, বৈশ্বিক পর্যায়েও ব্যাংকটি বিনিয়োগ করছে। বিশেষত এশিয়া প্যাসিফিক অঞ্চল, মধ্যপ্রাচ্য, ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রেও এ ব্যাংকের বিনিয়োগ রয়েছে।

 

ওয়েলস ফারগো

ওয়েলস ফারগো অ্যান্ড কোম্পানি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটি যুক্তরাষ্ট্রের ৫টি শীর্ষ ব্যাংকের একটি। এ ব্যাংক গ্রাহক পরিসেবায় ব্যাপক গুরুত্ব  দেয়। তাদের আর্থিক সেবার মধ্যে মর্টগেজ ঋণ, পণ্য ঋণ, ইন্স্যুরেন্সভিত্তিক পরিসেবা উল্লেখযোগ্য। বিশ্বের ৩৫টি দেশে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফেডনাও ইনস্ট্যান্ট পেমেন্ট পরিসেবাও এ ব্যাংক চালু করেছে। উল্লেখ্য, বিশ্বে মোট ৩৪টি ব্যাংক এ পরিসেবার জন্য ক্রেডিট ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব শুরু করেছে যার মধ্যে জেপি মরগান একটি। ব্যাংকটির গ্রাহকসংখ্যা ৭০ মিলিয়ন।

 

চায়না কনস্ট্রাকশন ব্যাংক (সিসিবি)

চীনের অবকাঠামোগত উন্নয়নে সিসিবির অবদান অনস্বীকার্য। দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক এ ব্যাংকের করপোরেট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ। ফলে সিসিবি চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। সিসিবি অংশীদারত্বের ভিত্তিতে শক্তি, রিটেইল, ঋণ, প্রযুক্তি খাতসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করছে।

 

ব্যাংক অব চায়না

চীনের ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অব চায়না প্রথম কার্যক্রম শুরু করে হংকংয়ে। বর্তমানে প্রতিষ্ঠানটি পাঁচটি আন্তর্জাতিক হাবের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। এ পাঁচটি আন্তর্জাতিক হাব হলো—বেইজিং, সাংহাই, হংকং, নিউইয়র্ক এবং লন্ডন। ব্যাংকটি চীনের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নভিত্তিক বিনিয়োগে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকে।

 

এইচএসবিসি

প্রথমে হংকং ও চীনের সাংহাইয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে ব্যাংকটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। ব্রিটেনের বৃহত্তম এ ব্যাংক বিশ্বের অষ্টম বৃহত্তম। ব্যাংকটি মূলত অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এছাড়া বিশ্বের ৬২টি দেশে ব্যাংকটির ৪ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। শুরুতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে আর্থিক পরিসেবা দিলেও বর্তমানে ব্যাংকটি গ্রাহক পরিসেবার আওতা বাড়াতে শুরু করেছে। পারসোনাল ব্যাংকিং পরিসেবা উন্নত করার জন্য ইতোমধ্যে প্রতিষ্ঠানটি একাধিক পরিসেবা চালু করেছে।

 

মরগান স্ট্যানলি

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিস ফার্ম মরগান স্ট্যানলি বিগত ১৫ বছর মিতসুবিশি ইউএফজি ফিনান্সিয়ালের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আর্থিক পরিসেবা প্রদান করছে। চলতি বছর দুই প্রতিষ্ঠান নতুন ক্ষেত্রে নিজ নিজ কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে। মরগান স্ট্যানলি এক্সচেঞ্জ ট্রেডিং ও আর্থিক গবেষণায় বাড়তি গুরুত্ব দিয়েছে। মূলত আন্তর্জাতিক পরিসরে তাদের ব্যাংকিং পরিসেবা বাড়ানোর লক্ষেই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এইচডিএফসি ব্যাংক

ভারতের বৃহত্তম ব্যাংক এইচডিএফসি। বাজার মূলধনের হিসেবে এইচডিএফসি ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান। রিটেইল ও করপোরেট ব্যাংকিং সমাধানের জন্য এইচডিএফসির ব্যাপক সুনাম রয়েছে। তবে চলতি বছর ব্যাক্তি গ্রাহক বাড়ানোর জন্য ব্যাংকটি একাধিক আর্থিক পরিসেবা ও পণ্য চালু করেছে।

 

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন