ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:৩২, ৯ জুলাই ২০২৫ | আপডেট: ২০:৩২, ৯ জুলাই ২০২৫
সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২ কোটি ৩৫ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার ইইউ ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ২০১৯ সাল থেকে বাংলাদেশের সামাজিক সুরক্ষায় মোট ২৮ কোটি ৫০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে। তাই একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করা সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সামাজিক সংহতি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইইউ সরকারকে ২০২৬-পরবর্তী সময়ের জন্য নতুন সামাজিক নিরাপত্তা কৌশল গ্রহণ করে সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছে। ইইউ বলেছে, এতে নগরভিত্তিক ও জলবায়ুসংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা, লক্ষ্য নির্ধারণে উন্নতি এবং টেকসই অর্থায়নের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকা উচিত। সেই সঙ্গে সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করা প্রয়োজন।
এএ
ব্যাংকার প্রতিবেদন