ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৭

ঢাকায় এলেন বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৮:০৪, ১২ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:০৪, ১২ জুলাই ২০২৫

ঢাকায় এলেন বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট আজ ঢাকায় পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। 

জোহানেস জুট ১ জুলাই, ২০২৫ তারিখে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (১২ জুলাই) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চারদিনের এ সফরে জোহানেস জুট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

তিনি পূর্বে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভুটান এবং নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডাচ নাগরিক জুট ১৯৯৯ সালে বিশ্ব ব্যাংকে যোগদান করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি তুরস্ক, কোমোরোস, ইরিত্রিয়া, কেনিয়া, রুয়ান্ডা, সেশেলস এবং সোমালিয়ায় কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার পরপরই উন্নয়ন সহযোগি হিসেবে পাশে দাঁড়ানো সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন