ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭
রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়েতে (এসপিজি) যুক্ত হয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি)।
ক্ষুদ্র ঋণ, / মাইক্রো ফিন্যান্স/আর্থিক সেবা থেকে আরও খবর
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তিতে পরিণত করতে পরপর চারটি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি। সভাগুলোতে এসএমই খাতকে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করতে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়।
প্রকল্পের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআইগুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিতে ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণের গ্যারান্টি অনুযায়ী এককালীন শূন্য দশমিক ৫ শতাংশ কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ পাওয়া সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আমাদের সমাজে অনেকের জীবনে ঋণ, কিস্তি, ক্রেডিট কার্ড নানাভাবে মারণফাঁদে পরিণত হচ্ছে। ঋণ, কিস্তি ও ক্রেডিট কার্ডের বিল শোধ করতে গিয়ে অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন। কিন্তু ঋণদাস হওয়ার প্রক্রিয়াটিকেই এখন অনেক ব্যাংক বেশি গুরুত্ব দিচ্ছে।