শুদ্ধাচার মানে শুধু দুর্নীতিমুক্ত থাকা নয়। বরং শুদ্ধাচারকে কেন্দ্র করে নিজের ভেতরে সততা, ন্যায়পরায়ণতা, দয়া, সহানুভূতি ও বিনয়বোধকে জাগ্রত রাখা। একজন ব্যাংকার যখন কাউন্টারে বসে, তখন তিনি শুধু একজন কর্মী নন—তিনি রাষ্ট্র, প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন। এই ভূমিকায় সামান্য অসততা, অহংকার, অবহেলা বা অসৌজন্যমূলক আচরণ পুরো সেবাব্যবস্থাকে কলুষিত করতে পারে।