ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

পিকেএসএফ’র পর্ষদে যুক্ত হলেন ড. মুস্তফা কে. মুজেরী ও ড. এনামুল হক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৩০, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩০, ২৮ ডিসেম্বর ২০২৫

পিকেএসএফ’র পর্ষদে যুক্ত হলেন ড. মুস্তফা কে. মুজেরী ও ড. এনামুল হক

বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সাধারণ পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)র নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

তারা সাধারণ পর্ষদের সদস্য হিসেবে মেয়াদ সম্পন্ন করা মো. রইছউল আলম মন্ডল এবং ড. আবদুল্লাহ আল মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ ডিসেম্বর) পিকেএসএফ ভবন-১-এ পিকেএসএফ’র ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় পিকেএসএফ’র ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়।

এর আগে পিকেএসএফ’র পরিচালনা পর্ষদের ২৬৩তম সভা অনুষ্ঠিত হয়। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দুটি সভাতেই ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, পর্ষদ সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, প্রফেসর ড. মো. তৌফিকুল ইসলাম এবং লীলা রশিদ অংশগ্রহণ করেন।

এছাড়া, সাধারণ পর্ষদের সভায় সকল পর্ষদ সদস্য উপস্থিত ছিলেন।

সভা দুটিতে স্বল্প আয়ের মানুষের শোভন কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রমের ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা হয় এবং এর প্রেক্ষিতে দক্ষতা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক কার্যক্রমের তহবিল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন