ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৪:৫৫, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:২৮, ২১ নভেম্বর ২০২৫
রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানে।
নিহতদের মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও নরসিংদীতে ১ জন।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে রাজধানীর বংশালে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।
পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
ঢাকার পুরান ঢাকার কসাইটুলি এলাকায় পাঁচতলা ভবনের রেলিং ধসে নিহতদের মধ্যে একজন রাফিউল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আরেকজন সবুজ (৩০) এবং অপরজন ৮ বছরের এক শিশু।
ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, ভূমিকম্পে সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় আটতলা একটি ভবন হেলে পড়েছে। এছাড়াও কলাবাগানের আবেদখালী রোডে আরেকটি সাততলা ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর খিলগাঁও এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে পাশের দোতলা ভবনের একজন আহত হন।
এদিকে, নারায়ণগঞ্জের ভূমিকম্পের সময় রাস্তার পাশের একটি দেয়াল ভেঙে পড়ে ২ বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হন। রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে।
নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে— ঢাকা মেডিকেল কলেজে আহত ১০ জন, গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে ১০ জন, নরসিংদী জেলায় ৫৫ জনসহ বিভিন্ন এলাকা থেকে আহতদের খবর পাওয়া যাচ্ছে। মোট আহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।
নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. গুলশানা কবির জানান, ভূমিকম্পে প্রায় অর্ধশতাধিক নারী–পুরুষ চিকিৎসা নিয়েছেন এবং এখনো রোগীরা হাসপাতালে আসছেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন