ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ভূমিকম্পে নিহতদের ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে ঢাকা জেলা প্রশাসন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৪২, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৩, ২২ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে নিহতদের ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে ঢাকা জেলা প্রশাসন

২১ নভেম্বরের ভূমিকম্পে নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাহায্য প্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/এটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন।

ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দূর্ঘটনায় পতিত হয়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে বলে ঢাকা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন