ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ঢাকার ৯০ শতাংশ পুরনো ভবনই ‘বিল্ডিং কোড’ মানেনি: পরিবেশ উপদেষ্টা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:৪৭, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৭, ২২ নভেম্বর ২০২৫

ঢাকার ৯০ শতাংশ পুরনো ভবনই ‘বিল্ডিং কোড’ মানেনি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘রাজধানীর পুরনো ভবনগুলোর প্রায় ৯০ শতাংশই ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড না মেনে তৈরি করা হয়েছে। এ অনিয়মের কারণে ঢাকা, বিশেষ করে পুরান ঢাকা ভূমিকম্পে ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।’

শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক ভূমিকম্পগুলোকে ‘স্পষ্ট সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘গত পাঁচ বছরে এতটা শক্তিশালী কম্পন আমরা অনুভব করিনি। প্রকৃতি বারবার সতর্কবার্তা দিচ্ছে, তাই এখনই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বর্তমানে নতুন ভবনগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোড কিছুটা মানা হলেও পুরনো ভবনগুলোর বেশির ভাগই নিয়ম ভেঙে গড়ে উঠেছে। এসব পুরনো ভবনের ঝুঁকি কমাতে দ্রুত প্রকৌশলগত সমাধান ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘বিপুল জনসংখ্যার চাপে আবাসন ব্যবস্থার জন্য ওপরের দিকে (হাইরাইজ ভবন) যাওয়া ছাড়া বিকল্প নেই, এ নিয়ে বিতর্কের সুযোগ কম। তবে উন্নয়ন হতে হবে পরিবেশ রক্ষা করে। জলাশয় ভরাট বা পাহাড় কেটে কোনোভাবেই অবকাঠামো নির্মাণ করা যাবে না।’

দুর্যোগের প্রস্তুতি বাড়ানো উচিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, যত নিয়ম-কানুন মেনেই সবকিছু করেন না কেন তারপরেও দুর্যোগ যখন তার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, তখন আসলে কী করবেন। একটি সাধারণ অগ্নিকাণ্ডেও আমাদের ফায়ার সার্ভিস যখন যায়, তাদের ভলেন্টিয়াররাও কিন্তু মারা যায়। তার মানে আমাদের আরও বেশি প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের অগ্নিঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় তিন বছরের একটি কর্মসূচি নেওয়া উচিত। যেখানে আমাদের ঘাটতি আছে সেগুলো পূরণ করা জরুরি। 

পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক মেজর (অব.) তপন বিকাশ চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন