ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২২:২৭, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৮, ১৯ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের মানুষের সঙ্গে আমরাও শোকাহত। তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন